বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন

১০ দফার দাবির ভিত্তিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গড়ে তোলার আহবান

১০ দফার ভিত্তিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে গত ১১ অক্টোবর বিকাল ৫ টায় রাজধানীতে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন । বিগত স্বৈরাচারী সরকারের সময় ঘোষিত গার্মেন্টস সেক্টরে প্রহসনের মজুরি প্রত্যাহার করে বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি পুনঃনির্ধারণ এবং নতুন মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত বিদ্যমান মজুরির সাথে ৫০% মহার্ঘ্যভাতা প্রদানসহ ফেডারেশন ঘোষিত ১০ দফা দাবির ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

সংগঠনের কেন্দ্রিয় কার্যালয় গুলিস্তান থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আহমেদ সুজন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ।

সমাবেশে নেতৃবৃন্দ চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম কমানো এবং পোশাক শ্রমিকদের স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

 

Web Design BangladeshMymensinghWeb Design Bangladesh