প্রবীণ শ্রমিকনেতা বাকিয়ার রহমানের মৃত্যুতে শোক প্রকাশ
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, পুবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় নেতা, প্রবীণ শ্রমিকনেতা বাকিয়ার রহমান-এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। নেতৃবৃন্দ প্রয়াত বাকিয়ার রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন ১৯৭৮ সালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের প্রতিষ্ঠানকালীন সময় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রয়াত বাকিয়ার রহমানের সাথে নানাভাবে সাংগঠনিক সম্পর্ক ছিল। তিনি দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন সংঘের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে সর্বশেষ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শেষ বয়সে বার্ধক্যজনিত কারণে কমিটির কোন পদ পদবিতে না থাকলেও একজন প্রবীণ অভিজ্ঞ শ্রমিকনেতা হিসেবে তিনি অভিবাবকের মতো দায়িত্ব পালন করে গেছেন। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি’২৪ বার্ধক্যজনিত নানারোগে ভোগে মৃত্যুবরণ করেন। এছাড়াও প্রয়াত বাকিয়ার রহমান-এর মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম. জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, গণতান্ত্রিক মহিলা সমিতি আহবায়ক জিনাত আরা ও যুগ্ম-আহবায়ক রহিমা জামাল, জাতীয় ছাত্রদলের সভাপতি তৌফিক হাসান পাপ্পু ও সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস।