ময়মনসিংহে হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির বর্ধিত সভা অদ্য ( ২৩ নভেম্বর) রাত ৮টায় সংগঠনের জেলা কার্যালয় ধোপাখলা মোড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত থাকেন সংগঠনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত থাকেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন।
বর্ধিত সভায় হোটেল সেক্টরে বাজারদরের সাথে সঙ্গতিরেখে অবিলম্বে মজুরি ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ। একই সাথে রমযান মাসে এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস ও ১ মে সবেতনে ছুটির দাবিতে সভায় আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।