ভালুকায় ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের আহবায়ক কমিটি গঠন
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অদ্য (১৮ অক্টোবর) বিকাল ৫টায় স্কয়ার মাস্টারবাড়ি অঞ্চলে এক কর্মিসভার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। কর্মিসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সোহেল রানা।
সভায় নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকারকে পাশ কাটানোর জন্য সরকার ও মালিকগোষ্ঠী ১৮ দফা সামনে এনেছে। এর স্বরুপ উন্মোচন করে ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন ১০ দফা সামনে এনেছে। ১০ দফার ভিত্তিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য নেতৃবৃন্দ শ্রমিকদের প্রতি আহবান জানান।