বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়
গত শুক্রবার ( ২৫ অক্টোবর) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শ্রমিক সেক্টরের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। ট্রেড ইউনিয়ন সংঘের ময়মনসিংহ জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট- এনডিএফ’র নেত্রকোনা জেলার আহবায়ক প্রবীণ জননেতা মাস্টার মতিউর রহমান ও ময়মনসিংহ জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মাহবুব রব্বানী ও গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা আহবায়ক বাবলী আকন্দ। প্রতিনিধি সভাটি পরিচালনা করেন ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন।
প্রতিনিধি সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের রেজিস্ট্রার্ড আনরেজিস্ট্রার্ড ৭৫ টি শ্রমিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়। সভায় বাজারদরের সাথে সঙ্গতিরেখে জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও শ্রমিক নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। এছাড়া মালিক শ্রেণির দালাল ও প্রতিক্রিয়াশীল ধারার আপোসকামী ট্রেড ইউনিয়নের বিপরীতে সৎ, সংগ্রামী ও শ্রেণি সচেতন নেতৃত্বে বিপ্লবী বিকল্প ধারার ট্রেড ইউনিয়ন সংগঠন-সংগ্রাম গড়ে তোলার আহবান জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।