আশুলিয়ায় আঞ্চলিক কমিটি গঠন
-
বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের এক কর্মি সভার মধ্য দিয়ে গত ১১ অক্টোবর আশুলিয়ায় আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত থাকেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ, দপ্তর সম্পাদক শাহনাজ বেগম এবং কেন্দ্রিয় সদস্য ইকবাল হোসেন।
আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সভায় নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার ও মালিক ১৮ দফা সামনে এনেছে। কারখানার ভিতরে কথা বলার মত গণতান্ত্রিক পরিবেশ কর্তৃপক্ষ নিশ্চিত না করে শ্রমিকদের উপর নিপীড়ন নির্যাতন ও অমানবিক আচরণ করা হয়। এর ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন কারখানায় আন্দোলন করছে।
সভায় ৯সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।